নূরে-আলম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালুয়াই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছেন।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে র্যাব-১১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে মাদকবিক্রেতা নূরে আলমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি প্রাইভেটকার, দুই হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও এক হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরে আলম স্বীকার করেন, তিনি দীর্ঘ ৪ বছর ধরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত। টেকনাফের ইয়াবা পাচারকারীরা কাছ থেকে বিভিন্ন পরিবহন ও লোকজনের মাধ্যমে ইয়াবা এনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় পাইকারি বিক্রেতাদের কাছে পৌঁছে দেন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
এপি/ওএইচ/