ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে বাল্য বিয়ে দেওয়ায় মেয়ের বাবার কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
বকশীগঞ্জে বাল্য বিয়ে দেওয়ায় মেয়ের বাবার কারাদণ্ড 

জামালপুর: জামালপুর জেলার বকশীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। অপ্রাপ্ত বয়সে মেয়ে বিয়ে দেওয়ার দায়ে কন্যার বাবাকে একমাসের কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম আকস্মিক াভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের চিনারচর গ্রামের বাসিন্দা।

সূত্রে জানা যায়, চলতি বছর শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জিএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী জহুরা বেগমের সঙ্গে স্থানীয় কালিবাড়ী গ্রামের বকুল মিয়ার ছেলে বিল্লাল মিয়ার বিয়ের দিন ঠিক করা হয়।

খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙে দেন ইউএনও। একই সঙ্গে কন্যার বাবা জসিম উদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একমাসের কারাদণ্ডের আদেশ দেন। তবে এ সময় পালিয়ে গেছে বরসহ অন্যান্য লোকজন।  

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।