ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারত থেকে দেশে ২৫ লাখ পাঠ্য বই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
ভারত থেকে দেশে ২৫ লাখ পাঠ্য বই  ভারত থেকে আনা বই ট্রাক থেকে আনলোড করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): নির্দিষ্ট চুক্তিতে ভারতে ছাপানো প্রাথমিকের ২৫ লাখ পাঠ্য বই বেনাপোল বন্দর দিয়ে দেশে এসেছে। 

বৃহস্পতিবার (০১নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে এসব বই বেনাপোল বন্দরে প্রবেশ করে। বন্দরের ২ নম্বর পণ্যগারে ভারতে ছাপানো বই বোঝাই ভারতীয় ট্রাক থেকে আনলোড করে রাখা হয়েছে।

 

বেনাপোল বন্দরের ২ নম্বর পণ্যগারের ইনচার্জ (ওয়ার হাউজ সুপারেন্ডেন্ট) মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ন্যাশনাল কারিকোলাম অ্যান্ড টেক্সট বুক। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স।  

বাইয়ের আমদানি মূল্য ৭ লাখ ৫৮ হাজার ৫০০ ইউএস ডলার। বইয়ের ওজন ৫০৮ মে.টন ৩০২ কেজি। ১৩ হাজার ২৫০ বান্ডেলে প্রাথমিকের আনুমানিক ২৫ লাখ বই আমদানি করা হয়েছে।

বই সরবরাহের দায়িত্বে নিয়জিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্ত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, ভারত থেকে আর বই আমদানি করা হবে। যেসব বই ইতোমধ্যে আমদানি হয়েছে শনিবার (০৩ নভেম্বর)  তা বন্দর থেকে খালাস করা শুরু হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে।  

এদিকে বই খালাসের কাজে নিয়েজিত বন্দরের শ্রমিকরা বলেন, প্রতিবছর এই সময়ে ভারতে ছাপানো সরকারি বই আমদানি হয়ে থাকে। তাদের ছেলে-মেয়েরা এসব বই পড়বেন এজন্য তারা আনন্দের সঙ্গে তা খালাস করে থাকেন।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এজেডএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।