ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে উদ্ধার হওয়া মরদেহ দু’টির পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
সিরাজগঞ্জে উদ্ধার হওয়া মরদেহ দু’টির পরিচয় মিলেছে নিহতদের পরিচয় মিলেছে। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজ ও ঘাটিনা পালপাড়া এলাকায় ফুলজোড় নদী থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) রাতে নিহতদের স্বজনেরা তাদের সনাক্ত করেন। শুক্রবার (০২ নভেম্বর) সকালে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি জানান।

নিহতরা হলেন, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার দরিখরবনা গ্রামের ইউসুব আলীর একমাত্র ছেলে ইসরাফিল (১৮) ও একই জেলার চারঘাট থানার বরকতপুর গ্রামের ইনসাফ আলীর ছেলে রাসেল (৩০)।

এসআই জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার রাতেই নিহতদের পরিবারের লোকজন তাদের সনাক্ত করেছেন। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে উল্লাপাড়া পৌর এলাকার ঘাটিনা সেতু ও ঘাটিনা পালপাড়া এলাকায় ফুলজোড় নদীতে ভাসমান অবস্থায় ওই দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।