শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশকে নেতৃত্ব শূন্য করে মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে বিলীন করে দেওয়াই ছিলো ঘাতকদের লক্ষ্য।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকছুদ কামাল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এহ্সানুল কবির জগলুল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাবু বিজন বিহারী ঘোষ প্রমুখ।
পরে এক শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এসআর/আরবি/