ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ওয়ার্ল্ড ভিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ওয়ার্ল্ড ভিশন

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শেখেরটেক ছয় নং রোডের শ্যামলী হাউজিং সালামের বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫২ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, দুই কেজি চিড়া ও একটি করে শাড়ি তুলে দেওয়া হয়।

এর আগে গত ২৮ অক্টোবর রাতের কোনো এক লাগা আগুনে ক্ষতিগ্রস্ত হয় পরিবারগুলো।

পরদিন তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ায় একতা মহিলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সেদিন পরিবাগুলোর হাতে রান্নার সরঞ্জামাদি অর্থাৎ ক্রোকারিজ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ...শনিবার (৩ নভেম্বর) বিকেলে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কর্মকর্তা নিরাপদ হালদার, বিনিত হালদার, লেনার্ড রোজারিও পরিবারগুলোর হাতে এসব সাহায্যে তুলে দেন।  

এ সময় পাশে ছিলেন একতা মহিলা বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থপনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বেবী আক্তার, ম্যানেজার রেহেনা খাতুন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল।

ত্রাণ সামগ্রী পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ক্ষতিগ্রস্ত হালিমা খাতুন। সহায়তা হাতে নিয়ে তিনি বলেন আগুনে সব গেছে। আজ এক সপ্তাহ এক বেলা খাচ্ছি আরেক বেলা না খেয়েছি আছি। থাকার জায়গা নেই খোলা আকাশের নিচে টং ঘর করে আছি। আজ ওয়ার্ল্ড ভিশন যে সাহায্যে করছে তা দিয়ে পোলা মায়ার মুখে ভাত দিতে পারবো।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।