রোববার (৪ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে শুরু হয় ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোররাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোরের দিকে আকস্মিক কুয়াশা বাড়তে থাকলে পদ্মায় দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। চলাচলরত ফেরিগুলোর দিক নির্ণয়ে সমস্যা হলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, কুয়াশা কেটে যাওয়ায় সকালে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এইচএ/