ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে কওমি আলেমদের স্রোত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে কওমি আলেমদের স্রোত শুকরানা মাহফিল ঘিরে কওমি আলেমদের ঢল। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘শুকরানা মাহফিলে’ অংশ নিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কওমি আলেমদের ঢল নেমেছে।

রোববার (৪ নভেম্বর) সকাল থেকে টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) রাজু ভাস্কর্যের বিপরীতপাশের প্রবেশ পথ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে প্রবেশ করছেন আলেমরা। উদ্যানের অধিকাংশ জায়গা পরিপূর্ণ হয়ে যাওয়া অনেকে টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন।

কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের (ইসলামিক শিক্ষা ও আরবি) স্বীকৃতি দিয়ে আইন পাস হওয়ায় ‘শুকরানা মাহফিল’ আয়োজন করেন কওমি আলেমরা। কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে।

মাহফিলে কওমি মাদ্রসার আলেমরা ছাড়াও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, জাতীয় ইমাম সমিতিসহ বিভিন্ন সংগঠনের আলেমরাও অংশ নিয়েছেন।

বরিশাল থেকে আসা আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, এ আইনের মাধ্যেমে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

কুমিল্লা থেকে আসা ইসলামিক ফাউন্ডেশনের দেলোয়ার হোসেন বলেন, আমরা প্রধানমন্ত্রীকে শুকরানা জানাতে এসেছি। আজকের মাহফিল ঘিরে তেমন কোনো দাবি নেই আমাদের।

সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন কওমি মাদ্রাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টা নাগাদই কানায় কানায় ভরে যায় উদ্যান এলাকা। এখন আশপাশের এলাকায়ও অবস্থান নিচ্ছেন কওমি শিক্ষক-শিক্ষার্থীরা।

গত ১৯ সেপ্টেম্বর কওমি মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আইন পাস হয়। এর দেড় মাস পর ঘটা করে এ শুকরানা মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
এসকেবি/এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।