ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতাল চত্বর থেকে গাড়ি চুরি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
ঢামেক হাসপাতাল চত্বর থেকে গাড়ি চুরি 

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে এক নারী চিকিৎসকের গাড়ি চুরি হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) সকালের দিকে হাসপাতালের প্রশাসনিক বিভাগের বাগানে পার্কিং করে রাখা গাইনি বিভাগের চিকিৎসক ডা. খাদিজার ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ ১৪-০৪৭৫) চুরি হয়ে যায়।
 
ওই নারী চিকিৎসকের স্বামী সাল্লাউদ্দিন জানান, সকালে প্রাইভেটকারের চালক কাউসার মিয়াকে নিয়ে ঢামেক হাসপাতালে ডিউটি করতে আসেন খাদিজা।

চালক তাকে নামিয়ে দিয়ে গাড়িটি হাসপাতালের বাগানে পার্কিং করে নাস্তা খেতে যান। খাওয়া শেষে তিনি এসে দেখেন পার্কিং করা স্থালে গাড়িটি নেই।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক বিদ্যুৎ কান্তি পাল বাংলানিউজকে জানান, হাসপাতালের এক নারী চিকিৎসকের প্রাইভেটকার চুরি হয়েছে এমন খবর শুনেছি।  গাড়ি চোর ধরার জন্য পুলিশ কোনো সহযোগিতা চাইলে তা হাসপাতালের থেকে  দেওয়া হবে।
 
শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, হাসপাতাল চত্বর থেকে প্রাইভেটকার চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গাড়িটি উদ্ধার ও চোর শনাক্ত করার জন্য পুলিশের যা যা করণীয় তাই করা হবে।  

চোর শনাক্ত করার জন্য প্রয়োজনে হাসপাতালের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করা হবে বলেও জানানও ওসি আবুল হাসান।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।