ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ১৬ বস্তা সরকারি চাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
গুরুদাসপুরে ১৬ বস্তা সরকারি চাল জব্দ উদ্ধার হওয়া চালের বস্তা। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৫০ কেজি ওজনের ১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। 

সোমবার (০৫ নভেম্বর) সকাল ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের জালাল শাহ নামে এক চাল ডিলারের ঘরের খাটের নিচ থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।  

ডিলার জালাল শাহ উপজেলার বেড়গঙ্গারামপুরের আব্দুর রাজ্জাক শাহ’র ছেলে।

তার নাজিরপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকেই তিনি সরকারি চাল বিক্রি করতেন। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরে-আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে জালালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার ঘরের খাটের নিচে থেকে ৫০ কেজি ওজনের ১৬ বস্তায় সরকারি সিলযুক্ত চাল জব্দ করা হয়।

ডিলার জালাল শাহর প্রথম স্ত্রী জাহানারা বেগম বাংলানিউজকে বলেন, শুক্রবার (০২ নভেম্বর) রাতে নাজিরপুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে জালাল শাহ চালগুলো ট্রলিতে করে বাড়িতে নিয়ে আসেন।

খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, ১ নভেম্বর ৩১২ বস্তা চাল গুরুদাসপুর খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন চালের ডিলার জালাল। ৫২০ জনের মধ্যে ১০ টাকা কেজিতে ৩ নভেম্বর থেকে ওই চাল বিক্রি শুরুর কথা। কিন্তু ওই চালগুলো জালাল বাড়িতে নিয়ে আসেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন বাংলানিউজকে বলেন, জালালের ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে মামলা কারার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।  

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছ আল আমিন বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত চাল ডিলার জালাল আত্মসাতের উদ্দেশে তার বাড়ির খাটের নিচে লুকিয়ে রাখেন। সরকারি চাল আত্মসাতের অপরাধে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার ডিলারশিপও বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।