ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম/ফাইল ফটো

ঢাকা: মন্ত্রিসভার ‘অদল-বদল’ বা ‘কাট-ছাঁটে’ প্রয়েজনীয় তড়িৎ পদক্ষেপ নিতে প্রস্তুত আছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের প্রশ্নের উত্তরে একথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।  

তিনি বলেন, এ কাজে সময় বেশি লাগে না।

আমরা নির্দেশনা পেলে অল্প সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবো।  

‘তবে আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি’ বলেন তিনি।  

সচিব বলেন, মন্ত্রিসভা ছোট হোক বা বড়, কার্যক্রম চলবে। মন্ত্রিসভার বৈঠকও নিয়মিত হবে। তাতে বর্তমান সরকারই ক্ষমতায় থাকুক আর নির্বাচনকালীন সরকার, যাই আপনারা বলেন না কেনো! 

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।