ওপিসিডাব্লিউ লোগো
ঢাকা: ২০১৯-২০২১ মেয়াদের জন্য রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডাব্লিউ-অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপেন্স) এর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো উল্লেখ করা হয়, ওপিসিডাব্লিউ-এর সদস্য রাষ্ট্রসগুলোর ১৯-২০ নভেম্বর ২৩তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়।
বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২৩তম অধিবেশনের ভাইস-চেয়ারপারসনও নির্বাচিত হয়েছে। ওপিসিডাব্লিউ–এর নির্বাহী পরিষদের ২০১৯-২০২১ মেয়াদের জন্য এশিয়া গ্রুপ থেকে বাংলাদেশসহ সদস্য নির্বাচিত হয়েছে ছয়টি দেশ।
প্রায় একযুগ পর বিগত ২০১৬-২০১৮ মেয়াদের জন্য বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
টিআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।