মঙ্গলবার (২০ নভেম্বরর) বিকেলে কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীসহ বিশেষ করে নারী ও নবজাতকদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালটি চালু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যহানির ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক সংস্থাসমূহকে এগিয়ে আসতে হবে।
উদ্বোধনকালে অন্যান্যের উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপের কয়েকটি দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
আরআইএস/