ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কর্মচারী পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কর্মচারী পলাতক

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ছাদেক হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই ব্যবসায়ীর এক কর্মচারী পলাতক রয়েছেন।

ছাদেক নাটোরের লালপুর থানার গোধরা এলাকার কদ্দুছ শেখের ছেলে।  

বুধবার (২১ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে সফিপুর এলাকায় জমি কিনে বাড়ি করেন ছাদেক। ব্যবসার সুবাদে তিনি সফিপুর বাজার এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন। সেখানে তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ব্যবসা রয়েছে।

প্রতিদিনের মতো মঙ্গলবার (২০ নভেম্বর) সফিপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ওয়ার্কসপে যান তিনি। রাত ১০টার দিকে ডাক-চিৎকার শুনে ওয়ার্কসপের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাজারের পাহাড়াদার ও এলাকাবাসী। তারা গুরুতর আহতাবস্থায় তাকে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার কিছু সময় আগে স্থানীয় লোকজন ছাদেক ও তার কর্মচারী নাজমুলকে ওয়ার্কসপের ভেতর কথা বলতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, নাজমুল ধারালো অস্ত্র নিয়ে ছাদেকের মাথায় আঘাত করে পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।