ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুগদায় ছুরিকাঘাতে মামা-ভাগিনাসহ আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
মুগদায় ছুরিকাঘাতে মামা-ভাগিনাসহ আহত ৩

ঢাকা: রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে মামা-ভাগিনাসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মামা রফিকুল ইসলাম রফিক (২৮), তার ভাগিনা রায়হান (২০) ও প্রতিবেশি সোহেল (৩৫)। তারা মুগদার মান্ডা এলাকায় থাকেন।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রফিকুলের ভাগিনা রাহুল বাংলানিউজে জানান, মান্ডার ঝিলপাড় গলির স্থানীয় মেম্বার জমশেদ আলীর ছেলে বাবলু ও ভাতিজা তুষারসহ আরো বেশ কয়েকজন তাদের মারধর ও ছুরিকাঘাত করে। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাহুল।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, হামলার ঘটনায় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮ 
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।