ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘুরে ঘুরে নারীর চুল কেনেন সাইফুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ঘুরে ঘুরে নারীর চুল কেনেন সাইফুল জেলায় জেলায় ঘুরে চুল সংগ্রহ করেন সাইফুল

লক্ষ্মীপুর: দেশের ৬৪ জেলায় ঘুরে নারীর মাথার চুল কেনেন সাইফুল। চুল কেনা-বেচায় তার মাসিক আয় ১২ থেকে ১৫ হাজার টাকা। এক যুগেরও বেশি সময় ধরে তার জীবিকা চুল বেচা-কেনা।

সাইফুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের আসান আলীর ছেলে।

বুধবার সন্ধ্যায় চুল কিনতে লক্ষ্মীপুরে আসেন তিনি।

এসেই চুল কিনতে শহরের বিউটিপার্লারের খোঁজে নামেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিনভর বিভিন্ন পার্লারে ঘুরে ‍ঘুরে  চুল কিনবেন  সাইফুল। শুক্রবারও জেলার রায়পুর শহরের পার্লারগুলো থেকে চুল কিনে ঢাকায় নিয়ে বিক্রি করবেন।

সাইফুলের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২/১৩ বছর ধরে চুলের ব্যবসা করছেন তিনি। দেশের ৬৪ জেলা ঘুরে তিনি চুল কেনেন। এসব চুল ঢাকা থেকে চীনে রপ্তানি হয়। প্রক্রিয়াজাত করে কৃত্রিম চুল তৈরি হয়।

তিনি আরও জানান, বিউটিপার্লারে নারীদের চুল সংরক্ষণ করা হয়। ওইসব চুল কেজি ধরে কেনেন তিনি। প্রতি কেজি চুল কেনেন ২ থেকে ৩ হাজার টাকায়।  প্রতি মাসে সব খরচ শেষে চুল বিক্রি করে তার ১২-১৫ হাজার টাকা আয় হয়। এতেই চলে তার সংসার।

লক্ষ্মীপুরের পার্লার কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারীর পরিত্যক্ত চুল উচ্ছিষ্ট নয়। মেয়েরা লম্বা চুল কেটে ফেললে তা সংরক্ষণ করে রাখেন। এক-দেড় কেজি হলে বিক্রি করেন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮ 
এসআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।