বৃহস্পতিবার (২২ নভেম্বর) উদ্ধার কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, বনবিভাগ ও কোস্ট গার্ডরে তল্লাশি দল।
এর আগে মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টা দিকে নিয়মিত টহলের সময়ে ট্রলার থেকে পা পিছলে বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হন সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনে কর্মরত বনরক্ষী সোহেল রানা।
বনরক্ষী সোহেল রানা তালুকদার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের এমএ হামিদ তালুকদারের ছেলে। তিনি ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর বনবিভাগে চাকরি পান। ২০১৬ সালের ৩ মার্চ বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনে যোগদান করেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. মাসুদ সরদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সাত সদস্যের ডুবুরি দল সোহেলকে উদ্ধারে তল্লাশি অভিযান এখনও চালাচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে।
সাঁতার না জানার কারণে সোহেল রানা পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
জিপি