ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে নারী-শিশুসহ সাত অনুপ্রবেশকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
বেনাপোলে নারী-শিশুসহ সাত অনুপ্রবেশকারী আটক বিজিবি’র হাতে আটক অনুপ্রবেশকারীরা। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় নারী ও শিশুসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় বেনাপোল সীমান্তের ছোট আঁচড়া এলাকা দিয়ে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

আটকরা হলেন- সাদ্দাম হোসেন (২৮), সাজিয়া আক্তার (২২), আরজিনা (৪০), রহিমা (২৪) ও তিনশিশু।

তারা সবাই কুষ্টিয়া, নরাইল ও মোরলগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে পাসপোর্ট ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ নয়কে আটক করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইন ১১/সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এজেডইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।