বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বলেশ্বর নদের রুহিতা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়। তবে, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে আগেই হরিণ শিকারিরা পালিয়ে যায়।
জহুরুল আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংস পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে। আর চামড়া দু’টি সংরক্ষণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসআই