বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে দিকে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম আখন্দ বাংলানিউজকে জানান, বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় ওই ব্যক্তি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে জেলা সদরে আসার জন্য এ বাসে উঠে ছিলেন। বাসের কন্ডাক্টর ভাড়া নেওয়ার জন্য তার কাছে গিয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তিনি মারা গেছেন বুঝতে পেরে বাসের চালক ও সহযোগী বিষয়টি পরিবহন সংগঠনের নেতাদের জানান। তারা থানায় খবর দিলে পুলিশ ভাদুঘর বাসস্ট্যান্ডে গিয়ে বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
জিপি