শুক্রবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লেমুয়া ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুলের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে এবং মানিকের বাড়ি একই জেলা ইশ্বরগঞ্জে বলে জানায় পুলিশ।
আহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার ইমাম হোসেনের ছেলে নুরুল ইসলাম (১৯), নরসিংদী জেলার মাদবদী এলাকার শাহপরাণ (৩০), একই জেলার সদারচর এলাকার তানভীর ইসলামের ছেলে দ্বীন ইসলাম (৩০) ও মাদবদী এলাকার আকবর আলীর ছেলে জুয়েল (২৫)। তাদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের ওইস্থানে রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ট্রাকটিতে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন।
স্থানীয়দের ধারণা, রাস্তায় কুয়াশা থাকার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে না দেখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
ফেনী মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে আছে। চালক আহত অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে রয়েছেন। নিহত দু’জনের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এসএইচডি/আরবি/