সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা এবং বাংলাদেশ নিয়ে তরুণ প্রজন্মের ভাবনার কথা শুনবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথাও জানাবেন তিনি।
সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন তরুণ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী এসব তরুণদের মতামত শোনার পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী এভাবে তরুণদের মুখোমুখি হতে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এমইউএম/এইচএ/