শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে শহরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখিল ওই এলাকার মৃত তরুণী মণ্ডলের ছেলে।
নেত্রকোনা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন বাংলানিউজে জানান, মাদক সেবন করতে না পেরে নিখিল নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ও সড়কে যানবাহনের নিচে চাপা পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাধা দিতে গেলে স্ত্রী-সন্তাদের ওপর হামলা করেন নিখিল। পরে বাধ্য হয়ে তার স্ত্রী জ্যোৎস্না, মেয়ে মাইমুনা, সুমাইয়া ও ছেলে রাসেল পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজে জানান, নিখিলের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এদিকে নিখিলের ছেলে-মেয়ে রাসেল ও মাইমুনা বাংলানিউজকে জানায়, আমরা চাই আমাদের বাবা সাজা ভোগ করে ভালো আর সুস্থ হয়ে ফিরে আসুক। আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবো।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এনটি