শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শ্রমিক রুপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬), শাকিল (২৫) ও মাসুদ (২৫)।
মোন্তাহার স্টিলের জেনারেল হেলপার আবু রায়হান বাংলানিউজকে বলেন, মদনপুর এলাকায় মিলটি অবস্থিত। সকালে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। এসময় গলিত লোহা গায়ে পড়ে ওই ১২ শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, দগ্ধদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন। এখনো পারসেন্ট নির্ধারণ করা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, সবাই বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এজেডএস/আরবি/