শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম।
তিনি জানান, রসুলপুরের টেলকি ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমান বাহিনীর এফ-৭ নামের একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট আরিফ নিহত হয়েছেন।
মধুপুর থানার পুলিশ জানায়, রাশিয়ার তৈরি এফ-৭ উড়োজাহাজটি ঢাকা বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে রসুলপুর ফায়ারিং রেঞ্জে পৌঁছে অপর একটি প্রশিক্ষণ উড়োজাহাজের সঙ্গে অংশ নেয়। রেঞ্জের লক্ষ্যস্থলে চতুর্থবার গোলাবর্ষণের পর উড়োজাহাজটি দুর্ঘটনায় পতিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ওই ফায়ারিং রেঞ্জে গত ২২ নভেম্বর থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ চলছিল। আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত মহড়া হওয়ার কথা ছিল। তার আগেই শুক্রবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া, সাবেক উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক জানান, প্রশিক্ষণ চলাকালীন দু’টি উড়োজাহাজের একটি আকাশে উড়ার সময় এক এক করে চারটি ফায়ার করে। পঞ্চম ফায়ারের সময় বিকট শব্দে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে টুকরো টুকরো হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। পরে প্রচণ্ড ধোঁয়া ছেড়ে বিকট শব্দে মধুপুর মুক্তাগাছা সীমানার রাজাবাড়ী বিট এলাকার গভীর গজারী বনে আছড়ে পড়ে। সেসময় আশপাশের গ্রাম থেকে হাজারো মানুষ ঘটনাস্থলে এসে ভিড় জমাতে থাকে।
খবর পেয়ে পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।
বিমান বাহিনী প্রধান মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮/আপডেট: ১৯১১ ঘণ্টা
এসআই/আরএ