শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ব্রিজের নিচে থাকা একটি ট্রলার চাপা পড়ে ডুবে যায়।
ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলার কালমেঘা ও পাথরঘাটা সদর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) মো. সোলায়মান বাংলানিউজকে বলেন, জুমার নামাজের একটু আগেই স্থানীয় প্রকৌশল অধিদফতরের রোলার উন্নয়ন কাজের জন্য মাছেরখাল থেকে কালমেঘায় যাওয়ার সময় ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গেই ব্রিজের মাঝখান বরাবর সম্পূর্ণরূপে ভেঙে খালে পড়ে যায়। এসময় নিচে থাকা একটি ট্রলার চাপা পড়ে আংশিক ডুবে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় হাজার হাজার মানুষের ভোগান্তি পোহাতে হবে।
স্থানীয় প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মো. আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, প্রথমে শুনেছিলাম ট্রলারের ধাক্কায় ব্রিজটি ভেঙে পড়ে। সরেজমিনে গিয়ে জানা যায় রোলারটি ব্রিজে ওঠার কারণেই ব্রিজটি ভেঙে পড়েছে।
কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আঁকন মো. সহিদ বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। যোগাযোগের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
জিপি