শুক্রবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিজিবি সদস্য সুমন হত্যা মামলার আসামি জহর আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হত্যা মামলার পলাতক আসামি জহর আলীকে গ্রেফতার করে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।
গত বছর ২৬ জুন দিনগত রাতে দহগ্রামের আবুলের চর সীমান্তে একদল গরু চোরাকারবারীকে ধরতে গিয়ে নিখোঁজ হন দহগ্রাম বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন। টানা দুইদিন ভারত-বাংলাদেশ যৌথভাবে অভিযান চালিয়ে ২৮ জুন সকালে ভারতের অভ্যন্তরে তিস্তা নদী থেকে সুমনের মরদেহ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ।
এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
জিপি