শনিবার (২৩ নভেম্বর) সকালে কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অধ্যক্ষের প্রশাসনিক কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা সেশন চার্জ কমানোর দাবিতে নানা স্লোগান দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৪ সালে তারা যখন প্রথম বর্ষে ভর্তি হন তখন সেশন চার্জ ছিল এক হাজার ৯০৫ টাকা। এরপর প্রতি বছর সেশন চার্জ বাড়ানো হয়। চতুর্থ বর্ষে তাদের সেশন চার্জ দাবি করা হচ্ছে দুই হাজার ৯০৫ টাকা। হঠাৎ করে এক হাজার টাকা ফি বাড়ানোতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
তবে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার বাংলানিউজকে বলেন, তারা কোনো বর্ষের সেশন চার্জ বাড়ায়নি। শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এমএস/আরআইএস/