ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
বাংলাদেশি শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ আদাতলা সীমান্ত এলাকা

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে জাকিরুল ইসলাম উকিল (১৮) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। জাকিরুল উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে এবং সাপাহার আল হেলাল ইসলামি একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী।

বিএসএফ’র বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাপাহার আদাতলা বিওপি’র কম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, সকালে জাহাঙ্গির ওষধ কেনার কথা বলে ভারতীয় সীমান্তের ২৪৪ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে একটি গ্রামে ঢুকে পড়ে। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিএসএফ।  

শনিবার বিকেলে জাহাঙ্গিরকে ফেরাতে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে চিঠির এখনও কোনো সাড়া মেলেনি বলেও জানান বিজিবি’র এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।