শনিবার (২৪ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদরের মোল্লা তেঘরিয়া ক্যানালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত খোকন আলী সদর উপজেলার আলামপুর গ্রামের পুকুরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্যে, এ বন্দুকযুদ্ধে এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনার খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাত কাটা ঠাণ্ডু।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এএটি