একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান শেষে এখন নির্বাচনী ইশতেহারের উপর জোর দেওয়া হয়েছে। খুব শিগগিরই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে।
২০০৮ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার প্রবর্তক আওয়ামী লীগ সরকার টানা দুইবার ক্ষমতায় থেকে এবার নির্বাচনী ইশতেহারে কী চমক রাখছে- তা নিয়ে চলছে গুঞ্জন। সোমবারের (২৬ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ভোটকে সামনে রেখে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কিছু দিক-নির্দেশনা নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগ প্রধান।
বৈঠকে উপস্থিত একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ইয়াং ভোটাররা ফ্যাক্টর হবে। তাদের আকৃষ্ট করতে হবে। তাদের আকৃষ্ট করে মেনুফেস্টু তৈরি করতে হবে। মনোনয়নপ্রাপ্তদের মাঠে গিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এরইমধ্যে তরুণদের নিয়ে দেশের ইতিহাসে প্রথমবার ‘লেটস টক’ নামে একটি অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের জবাব দিয়েছেন শেখ হাসিনা। তরুণদের বেশি সমর্থন পেতেই জোর থাকছে তার।
টানা ১০ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কী থাকছে- তা নিয়ে কিছুটা আভাস দিয়ে আসছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি একাধিকবার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ইশতেহারে সফল হয়েছে সরকার। এবার গ্রামকে শহর করার পরিকল্পনা নিয়ে ইশতেহার তৈরি করা হচ্ছে।
আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব দলের অংশগ্রহণে এই নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে বলে আশা করছেন শেখ হাসিনা।
অনির্ধারিত আলোচনায় তিনি আরও বলেছেন, এবারের ভোট অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোট ভালো হবে। ভোটাররা ভালোভাবেই ভোট দেবে আশা করে তিনি আরও বলেন, তারা যাতে শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থাও থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমআইএইচ/আরআর