সোমবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের এম কে রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার চুমড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে গোলাম রসূল (২২) ও একই উপজেলার চান্দুটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে আকাশ (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এম কে রোডের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় তিন শ্রমিক লোহার রড দিয়ে কাজ করছিল। এ সময় ভবনের পাশে টানানো বিদ্যুতের তারে লোহার রড লাগার সঙ্গে সঙ্গে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রসূল ও আকাশকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, গুরুতর আহত সোহাগের হাসপাতালে চিকিৎসা চলছে। বে তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ভবনটি পরিদর্শন করা হয়েছে। ভবনের মালিকের ত্রুটি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ইউজি/আরআইএস/