বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফেনী-কৈখালী রুটের ওই বাসটি রেলক্রসিংয়ে উঠে গেলে তখন সেটিকে ধাক্কা দেয় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালক মুনীর, ফেনী সদর উপজেলার নতুন বাজার এলাকার মোহাম্মদ মাসুম (২৫), শর্শদী বাজার এলাকার হোটেল ব্যবসায়ী দুলাল (৪০) ও রহিম (২২)।
রহিম বাংলানিউজকে জানান, বাসটি কৈখালী থেকে ফেনী আসার পথে শর্শদী বাজারের রেলক্রসিংয়ে রেললাইনের উপর উঠলে চট্টগ্রাম থেকে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। বাসে যাত্রী ছিলেন ৮ জন। তারা সবাই কৈখালী থেকে ফেনী শহরে আসছিলেন ।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসএইচডি/এইচএ/