ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুরির ঘটনায় পাকিস্তানকে আশ্বস্ত করেছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
চুরির ঘটনায় পাকিস্তানকে আশ্বস্ত করেছে বাংলাদেশ ঢাকার পাকিস্তান হাইকমিশন

ঢাকা: ঢাকার পাকিস্তান হাইকমিশনের কনস্যুলার সেকশনের কম্পিউটার চুরির ঘটনায় দেশটিকে আশ্বস্ত করেছে বাংলাদেশ। 

বুধবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ডেকে এনে এ ঘটনায় আশস্ত করা হয়।  
 
সূত্র জানায়, ঢাকার পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স শাহ ফয়সাল কাকারকে মন্ত্রণালয়ে ডেকে আনা হয়।

মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল শহীদুল করিমের সঙ্গে তিনি বৈঠক করেন। এসময় পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে আস্বস্ত করা হয়, চুরির ঘটনায় জড়িতদের ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। দোষীদের বিচারের আওতায়ও আনা হবে। এতে আশ্বস্ত হন তিনি।  

এর আগে বুধবার সকালে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, পাকিস্তান হাইকমিশনে চুরির ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে।

ঢাকার পাকিস্তান হাইকমিশনের দাবি, গত ২২ নভেম্বর পাকিস্তান হাইকমিশনের কনস্যুলার সেকশন ভেঙে কম্পিউটার থেকে অজানা কোনো ব্যক্তি অফিসিয়াল রেকর্ড ও তথ্য চুরি করেছে। এ ঘটনায় গুলশান থানার পুলিশকে অবহিত করা হয়েছে।  

ডিপ্লোম্যাটিক জোনে এ ধরনের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশও করে পাকিস্তান। এ ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছিল দেশটি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।