ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে জামায়াত নেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
বরিশালে জামায়াত নেতা আটক আটক জামায়াত নেতা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে থানায় ঢুকে অস্ত্রাগার ও ব্যারাকসহ বিভিন্ন কক্ষে গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও করায় গুপ্তচরবৃত্তির অভিযোগে কামাল হোসেন খান (৪৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ নভেম্বর) তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।  

এরআগে, মঙ্গলবার (২৭ নভেম্বর) কোতোয়ালি মডেল থানার অস্ত্রাগারসহ বিভিন্ন জায়গার ভিডিও ধারনকালে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

কামাল হোসেন খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নন্দিকাঠি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী নলছিটি পৌরসভা শাখার কর্মীদের আমীর।  

পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানায় ঢুকে কামাল থানা কম্পাউন্ডের বিভিন্ন দৃশ্য, থানা ভবন অস্ত্রাগার, হাজত খানা, ব্যারাকসহ যেসব স্থানে ছবি তোলা নিষেধ সেসব জায়গায় গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও করে ডিজিটাল গুপ্তচর বৃত্তি করে। এছাড়া তার মোবাইল থেকে আদালতে বিচারকদের কার্যক্রম এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রমের ভিডিও পাওয়া যায়। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।  

বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা‌দেশ সময়: ২২১৪ ঘণ্টা, ন‌ভেম্বর ২৮, ২০১৮
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।