ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
গাংনীতে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা শহরে অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক ও রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।



বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক বলেন, ডিলিং লাইন্সেস না থাকার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে শহরের কাথূলি মোড় এলাকার শাপলা টেড্রার্সকে ১০ হাজার ও বড়বাজার এলাকার জহুরুল ইসলাম হার্ডওয়্যারকে এক হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।