বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন মাঠে আনুষ্ঠানিক মহড়া শেষে বাহিনীর ২৪ সদস্যের হাতে সনদ তুলে দেন এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
এসময় তিনি বলেন, সংকটময় মুহূর্তে মাঠে কাজ করবে সিআরটির সদস্যরা।
তাছাড়া একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে টিমের সদস্যদের প্রস্তুত রাখা হবে জানিয়ে এসএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, নির্বাচন কেন্দ্র করে সহিংসতা রোধে সিআরটি মাঠে মোতায়েন থাকবে।
তিনি বলেন, ২৪ সদস্যের বিশেষ এ দলটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও জর্ডানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছে। সিলেটে মাসব্যাপী প্রশিক্ষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এন্টি টেরজিম টিমের দুই সদস্য। একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে প্রশিক্ষণ নেওয়া টিমে রয়েছেন দু’জন এএসপি, একজন ইন্সপেক্টর ও বাকিরা কনস্টেবলসহ বিভিন্ন র্যাংকের।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এনইউ/এএ