ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেএমবির সক্রিয় সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জেএমবির সক্রিয় সদস্য আটক র‌্যাবের হাতে আটকজেএমবি সদস্য/ছবি: বাংলানিউজ

বরিশাল: পিরোজপুরে অভিযান চালিয়ে মো. নূরুল ইসলাম ওরফে নূরু (৪৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-৮’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার জেএমবি সদস্যের নাম মো. নূরুল ইসলাম নূরু।

তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি। বরিশাল কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।

র‌্যাব জানায়, নুরু স্যানিটারি কাজের পাশাপাশি ২০১৪ সালে সাকিব ওরফে তারিকের মাধ্যমে জেএমবির উগ্রপন্থী কর্মকাণ্ডে উদ্বুদ্ভ হন। পরে জেএমবি সদস্য নাজমুল ওরফে উকিল, মানিক ব্যাপারী, আতিকুর রহমান শাওন ওরফে বাবু ও অলিউর রহমান ওরফে মিরাজসহ অনেকের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হন। তাদের মাধ্যমে জেএমবির প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত হন।  

নূরু জেএমবির সামরিক শাখার একজন সক্রিয় সদস্য বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৮২১ ঘণ্টা, ন‌ভেম্বর ২৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।