বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে র্যাব-৮’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার জেএমবি সদস্যের নাম মো. নূরুল ইসলাম নূরু।
র্যাব জানায়, নুরু স্যানিটারি কাজের পাশাপাশি ২০১৪ সালে সাকিব ওরফে তারিকের মাধ্যমে জেএমবির উগ্রপন্থী কর্মকাণ্ডে উদ্বুদ্ভ হন। পরে জেএমবি সদস্য নাজমুল ওরফে উকিল, মানিক ব্যাপারী, আতিকুর রহমান শাওন ওরফে বাবু ও অলিউর রহমান ওরফে মিরাজসহ অনেকের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হন। তাদের মাধ্যমে জেএমবির প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত হন।
নূরু জেএমবির সামরিক শাখার একজন সক্রিয় সদস্য বলে র্যাবের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এমএস/ওএইচ/