বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঁইয়া নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দলীয় নেতা-কর্মীর সঙ্গে তাকে আসামি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন শিল্পপতি বাবুল। মামলার হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জু করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিল্পপতি নজরুল ইসলাম বাবুল গত সিটি করপোরেশন নির্বাচনে ৯নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এনইউ/ওএইচ/