বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে আরএমপির সদর দফতর প্রাঙ্গণে নবগঠিত কিউআরটির কার্যক্রমের উদ্বোধন করেন আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার। পরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
এ সময় জানানো হয়, বৃহস্পতিবার থেকে রাজশাহী মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, যেকোনো উদ্ভুত পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করা, দাঙ্গা দমনসহ যেকোনো সংকটময় মুহূর্তে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে এ বিশেষ টিম গঠন করা হয়েছে। বর্তমানে বিশেষায়িত এ টিমের সদস্য সংখ্যা ১২ জন।
এর মধ্যে রয়েছে দুইজন উপ-পরিদর্শক (এসআই) একজন সার্জেন্ট, তিনজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ছয়জন কনস্টেবল। এ টিমের তদারকি কর্মকর্তা হচ্ছেন- মহানগর গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) আবু আহাম্মদ আল মামুন। আর ইনচার্জ হিসেবে থাকবেন যথাক্রমে সহকারী উপ-কমিশনার (বোয়ালিয়া) আব্দুর রশিদ ও সহকারী ইনচার্জ হিসেবে থাকবেন এসি ডিবি ফজলুল করিম।
কার্যক্রম উদ্বোধনের সময় আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, আধুনিক পুলিশিং ব্যবস্থা আরও গতিশীল করতে এ টিম কাজ করবে। পুলিশের অন্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে কিউআরটি টিম দ্রুততার সঙ্গে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসএস/ওএইচ/