ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যৌন নিপীড়ন রোধে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
যৌন নিপীড়ন রোধে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে  বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম-ছবি-বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: যৌন নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এ ধরনের অপরাধ প্রতিরোধের জন্য নারীকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে এবং সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। 

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

তিনি আরও বলেন, সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে নারী-পুরুষ সবাইকে জাগতে হবে।

আর জাগতে হলে জানতে হবে, শুনতে হবে এবং পড়তে হবে। নিজের ভেতর তোলপাড় পরিস্থিতির সৃষ্টি করতে হবে।

ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম বলেন, যৌন নিপীড়ন প্রতিরোধ একটি সামাজিক আন্দোলন। চিন্তা-চেতনায় সবাইকে নারী-পুরুষের ভেদাভেদ ভুলে ‘মানুষ’ হতে হবে। জগতকে বদলে দেওয়ার মাধ্যমে যৌন নিপীড়নমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন-কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ  মো. মনজুরুল হক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।