বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে পৃথক দু’টি অভিযানে বেনাপোল সীমান্তের শিকড়ি ও অগ্রভুলট মাঠ থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোলের অগ্রভুলট সীমান্তপথে মাদক পাচারের চেষ্টা চলছে।
আরেকটি অভিযানে বেনাপোলের পুটখালী সীমান্তে পাচারকারীদের ধাওয়া করা হয়। এসময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাথা থেকে দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ১ হাজার ১৬৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দ করা মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। ।
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এজেডএইচ/আরআর