শুক্রবার (৩০ নভেম্বর) সকালে কক্সবাজারের একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও অ্যাকশন এইড সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে জেন্ডার বেস ভায়োলেন্স সংকট ও ভবিষ্যতে করণীয়’শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, গত ১৫ নভেম্বর আমাদের সব ধরনের প্রস্তুতি থাকা স্বত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন কেন শুরু করতে পারলাম না।
তিনি আর বলেন, সেটি যতক্ষণ না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের রোহিঙ্গাদের এভাবে চালিয়ে নিতে হবে। যেভাবে গত ১৫ মাস আমরা চালিয়ে আসছি। তাদের নিরাপত্তা, খাওয়া-দাওয়া,তাদের চিকিৎসাসহ মানবিক সব সুযোগ সুবিধা অব্যাহত রাখতে হবে। মোটামুটিভাবে ধরে নিতে পারি এটিই একটি বাস্তবতা।
সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ইউএনএফপিএ’র কর্মকর্তা রোজেলিডা রাফায়েল, আইএসসিজি’র কর্মকর্তা আনিকা সেন্ডলুন্ড, অ্যাকশন এইড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০জন গণমাধ্যমকর্মী অংশ নেন। এসময় রোহিঙ্গা সংকটে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্টিং, রোহিঙ্গা রিপোটিং’র চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ পর্বে বিভিন্ন সেশন পরিচালনা করেন দেশের বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক, সাংবাদিক রাহীদ ইজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম ও সাংবাদিক সুলাইমান নিলয়।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এএটি