শনিবার (১ ডিসেম্বর) নিরপেক্ষ নই, স্বাধীনতার পক্ষে-এ স্লোগানকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ‘দৈনিক আজকের তথ্য। ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম নজরুল ইসলাম।
অপরদিকে রোববার (২ ডিসেম্বর) আজকের খুলনা আগামীর বাংলাদেশ- এ স্লোগানকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ‘দৈনিক খুলনা টাইমস্। ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুমন আহমেদ। বয়সে খুলনার সব পত্রিকার সম্পাদকের চেয়ে তরুণ তিনি। পত্রিকাটির বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ৩০৬, খানজাহান আলী রোড, রয়্যাল হোটেলের উত্তর পার্শ্বে, মোল্লা মঞ্জিলের নিচ তলায়।
নতুন পত্রিকা দুইটিই সাপ্তাহিক থেকে সম্প্রতি দৈনিকের ডিক্লিয়ারেশন পেয়েছে। চার কালারের পত্রিকা দুইটির মূল্য ধরা হয়েছে ৩ টাকা। ইতোমধ্যে আঞ্চলিক এ পত্রিকা দু’টিতে একদল অভিজ্ঞ ও তরুণ সংবাদকর্মী যোগ দিয়েছেন।
খুলনায় অনেক আঞ্চলিক পত্রিকা থাকার পরও কেন নতুন দৈনিক এমন প্রশ্নের জবাবে দৈনিক আজকের তথ্যের সম্পাদক ও প্রকাশক এসএম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খুলনায় এখনও ভালো আঞ্চলিক পত্রিকার চাহিদা রয়েছে। ৯০ সাল থেকে আমি পত্রিকা বের করছি। সেই অভিজ্ঞতা নতুন পত্রিকায় কাজে লাগাতে চাই। পাঠকের চাহিদা পূরণের প্রতিশ্রুতি নিয়ে পত্রিকাটি প্রকাশ হবে। গতানুগতিক ধারা থেকে বেড়িয়ে আসবে কাগজটি। পাঠকের জন্য নতুন আঙ্গিকে সংবাদ পরিবেশন করবে দৈনিকটি।
পত্রিকাটির বার্তা সম্পাদক আলমগীর হান্নান বাংলানিউজকে বলেন, পত্রিকাটি পড়ে পাঠক নতুন একটা অভিজ্ঞতা পাবেন। একটি আঞ্চলিক পত্রিকার পাঠকের চাহিদার সবটুকুই পূরণ করার চেষ্টা করবো আমরা।
দৈনিক খুলনা টাইমসের সম্পাদক ও প্রকাশক সুমন আহমেদ বলেন, আজকের খুলনা, আগামীর বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে ২ ডিসেম্বর থেকে বাজারে আসছে দৈনিক খুলনা টাইমস্। ওই দিন সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবে ফিতা কেটে দৈনিক খুলনা টাইমসের যাত্রার উদ্বোধন করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ বলেন, আমরা সংবাদ পরিবেশনে পাঠককে নিরপেক্ষতা আর নতুনত্বের ছোঁয়া দিতে চাই। নতুন প্রতিশ্রুতি নিয়ে শুরু হবে আমাদের যাত্রা।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এমআরএম/ওএইচ/