শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে টুঙ্গীপাড়া উপজেলার বরইহাটি ও গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানায়, বৃহস্পতিবার বিকেলে টুঙ্গীপাড়া উপজেলার বরইহাটি গ্রামের দুই যুবক বরুন বৈরাগী (২০) ও কৌশিক বৈরাগীর (২১) মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
অন্যদিকে, বিলের পাখি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের শাওন ভূইয়ার (২০) সঙ্গে গোপীনাথপুর গ্রামের সাজ্জাদ কাজীর (২২) কথা কাটাকাটি হয়। এর জের ধরে সাজ্জাদ কাজী ও তার লোকজন শাওন ভূইয়ার বাড়িতে হামালা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে টেঁটাবিদ্ধ হয়ে উভয়পক্ষে তিন নারীসহ কমপক্ষে ১০জন আহত হয়।
এসময় একটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০, নভেম্বর ৩০, ২০১৮
আরএ