ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিআরইউর নতুন সভাপতি ইলিয়াস, সা. সম্পাদক কবির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
ডিআরইউর নতুন সভাপতি ইলিয়াস, সা. সম্পাদক কবির ডিআরইউর নতুন সভাপতি ইলিয়াস হোসেন, সা. সম্পাদক কবির আহমেদ খান

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির ইলিয়াস হোসেন, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কবির আহমেদ খান।

শুক্রবার (৩০ নভেম্বর) দিনভর ভোটগ্রহণের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও এ নির্বাচনে নতুন সহ-সভাপতি হয়েছেন ভোরের কাগজের খোন্দকার কাওছার হোসেন, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আব্দুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এমদাদুল হক খান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন, খালিদ সাইফুল্লাহ, বিএম নূর আলম বাদল, মাকসুদুল হাসান, মোহাম্মদ নইমুদ্দিন, রাশেদুল হক ও শাহাবুদ্দিন মাহতাব।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ডিআরইউর ১৪৭৭ ভোটারের মধ্যে ১১৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের প্রধান ছিলেন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, দফতর সম্পাদক জেহাদ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, কল্যাণ সম্পাদক কাওসার আজম এবং আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার।

কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এমএইচ/এপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।