শনিবার (০১ ডিসেম্বর) ভোরে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার মোস্তাফা দেওয়ানের বাড়ির একটি কক্ষে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. আকরাম (৩০) ও তার স্ত্রী লাবনী আক্তার (২৫) ছেলে আশিকুর রহমান (৮)।
দগ্ধ লাবনী জানান, তারা আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার মোস্তাফা দেওয়ানের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। ভোরে রান্না করার জন্য তার স্বামী গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আগুন লেগে সন্তানসহ তারা তিন জন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিউটে ভর্তি করা হয়।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হুমায়ন কবির বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। ভোরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এতে ওই কক্ষের ভেতরে থাকা শিশুসহ তিনজন দগ্ধ হয়।
এ সময় বাসার পাশে একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান স্টেশন অফিসার হুমায়ন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, আকরামের ৯০ শতাংশ, লাবনীর সাত শতাংশ ও তাদের ছেলে আশিকের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। তবে মা ও ছেলে আশঙ্কামুক্ত হলেও আকরামের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এসআই বাচ্চু।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এজেডএস/আরআইএস/