পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। সংশ্লিষ্ট সূত্র বলছে, কানাডার টরেন্টোয় বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই কনস্যুলেট অফিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
কানাডার অন্টারিও, স্যাসকাচুয়ান, ব্রিটিশ কলোম্বিয়া, আলবার্টা ও ম্যানিটোবা প্রদেশ এই নতুন কনস্যুলেট অফিসের আওতায় থাকবে।
টরন্টোর কনস্যুলেট অফিসের ঠিকানা- ১৫০৫-২২৩৫ শেপার্ড অ্যাভিনিউ ইস্ট, অ্যাটরিয়া টু, টরোন্টো, অন্টারিও এমটুজে ফাইভ বি ফাইভ, কানাডা।
প্রতি সোম থেকে শুক্রবার সকাল ৯ টা থেকে ৫ টা পযর্ন্ত অফিস খোলা থাকবে।
কানাডার অটোয়ায় বাংলাদেশের হাইকমিশন রয়েছে। অটোয়া থেকে প্রায় সাড়ে ৪ শ’ কিলোমিটার দূরে টরেন্টোয় এই কন্স্যুলেট অফিস খোলা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
টিআর/এমএ