শনিবার (১ ডিসেম্বর) জাতিসংঘের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে গত ৩০ নভেম্বর এই বিতর্ক অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী উদ্বৃত করে উপ-স্থায়ী প্রতিনিধি বলেন, আমরা অবশ্যই শান্তির আশাকে ক্ষীণ হতে দিতে পারি না। আমি বিশ্বাস করি, কোনো বিলম্ব ছাড়াই আমরা শান্তি প্রক্রিয়া ফের শুরু করতে পারবো। আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করি যাতে ফিলিস্তিনি জনগণের একটি স্বাধীন স্বদেশভূমি প্রতিষ্ঠিত হয়। যেখানে তারা প্রতিবেশীদের পাশাপাশি শান্তি ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারে।
ফিলিস্তিন প্রশ্নের সমাধানে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশানের (ওআইসি) সভাপতি হিসেবে বাংলাদেশ সবসময়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে-জানান তিনি।
অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি ও অবিলম্বে অবৈধ বসতি স্থাপন বন্ধ, গাজা উপত্যকায় অবরোধ উঠিয়ে নেওয়া এবং সব ধরনের আগ্রাসন ও সহিংসতা বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে সাধারণ পরিষদকে আহ্বান জানায় উপ-স্থায়ী প্রতিনিধি।
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের রিলিফ সংস্থার তহবিল আরও সমৃদ্ধ ও অবিলম্বে আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বানের কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১ ডিসেম্বর, ২০১৮
টিআর/আরআর