ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় ইসহাক মিয়া (২৪) ও আতিকুর রহমান চৌধুরী (৪০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (০১ ডিসেম্বর) বিকেলে খিলক্ষেত ওভারব্রিজের নিচ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসহাক নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাফেজ আমিরুদ্দিনের ছেলে।

তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে চাকরি করতেন।

আর নিহত আতিকুর যাত্রাবাড়ির রসুলপুর এলাকার মৃত আব্দর রবের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করতেন।

ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্চগামী একটি ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয় বলে বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপ পরিদরর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রেললাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত তারা ট্রেনের ধাক্কার কবলে পড়েন। ধারণা করা হচ্ছে- তারা বিমানবন্দর সড়ক বন্ধ থাকায় ওই রেললাইন দিয়ে হাঁটছিলেন।

তাদের মরদেহ কমলাপুর রেল স্টেশনের লাশ ঘরে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।